ড. মু শফিকুল ইসলাম মাসুদ এর জীবনী
ড. মু শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তাঁর নিজ জেলা পটুয়াখালী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশী।
পিতা: অধ্যাপক সিরাজ উদ্দীন খাঁন, প্রাক্তন প্রধান শিক্ষক, ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বগা মাধ্যমিক বিদ্যালয় ও সাবেক প্রভাষক, তৎকালীন বাউফল কলেজ।
মাতা: কানিজ ফাতিমা।
শিক্ষা জীবন: পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি (জেলায় প্রথম স্থান লাভ করেন, দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রি লাভ করেন, পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন: বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশন্স লি: এর প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে নিয়োজিত আছেন।
পারিবারিক জীবন: স্ত্রী ডা. জাকিয়া ফারহানা চক্ষু বিশেষজ্ঞ, এক মেয়ে ও দুই ছেলের জনক।
সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন: সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০০২-২০০৩), কেন্দ্রীয় সভাপতি (২০০৬-২০০৭) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ ও মজলিশে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারী।
জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা: ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত, আযান, সংবাদ পাঠ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিয়োগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য ইটালী, ফ্রান্স, জার্মানী, ইংল্যান্ড ও শ্রীলংকা ভ্রমণ করেন এবং পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন।
সামাজিক কার্যক্রম: চেয়ারম্যান, বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশন এবং সভাপতি, পটুয়াখালী জেলা ফোরাম।