সবুজবাগ পূর্ব থানা আমীর মোঃ রওশন জামান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ ফায়জুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরীর সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শামসুর রহমান, মহানগরীর মজলিশে শুরা সদস্য এবং সবুজবাগ উত্তর থানা আমীর মনির বিন আনোয়ার, মহানগরীর মজলিশে শুরা সদস্য এবং সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কে এম আব্দুস সোবহান, বিশিষ্ট আলেমেদ্বীন এবং এম আই দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওয়ালী উল্লাহ হেলালী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম রতন, কুসুমবাগ সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম, মাওলানা মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন সবুজবাগ পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আল আমিন শেখ, আবু তাসিন, মোঃ মোস্তফা, মাওলানা আব্দুল মতিন।