বাউফলের কোনো মানুষ সংকটে পরবেন আর ড.মাসুদ তার পাশে দাড়াবেন না- এমনটা কল্পনাও করা যায় না। বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যানের এই উদারতা ও মানবিকতা থেকে বাদ যায়না ভিন্ন মত-পথ কিংবা অন্যধর্মালম্বী মানুষরাও। এরই ধারাবাহিকতায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সৌরভ দাসের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়ালেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
গত ১১ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তী হন বাউফলের কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত গোপাল দাসের ছেলে সৌরভ দাস। বাউফল সরকারি কলেজে অনার্সে অধ্যায়নরত সৌরভ একটা মোবাইল ফোন কোম্পানিতে ঢাকায় চাকুরি করেন।
সড়ক দুর্ঘটনায় আহত সৌরভ দাসের ২ ভাই আর মা নিয়ে সংসার। পরিবার সূত্রে জানা গেছে ডাক্তার বলেছেন, তার সুস্থ হতে সময় লাগবে এবং চিকিৎসা ব্যয় আরো বাড়বে। এমন প্রেক্ষাপটে চিন্তিত হয়ে পরেন আহত সৌরভের পরিবারের সদস্যরা। ছেলের চিকিৎসা নিয়ে অশান্তিতে দিন পার করে তারা।
এমন খবর শুনে হাসপাতালে ছুটে যান বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মাসুদ। সেখানে তিনি সৌরভ দাসের চিকিৎসা খরচ হিসেবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে সৌরভের পরিবারকে শান্তনা দেয়ার পাশাপাশি তার দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন।
আহত সৌরভ দাসের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা ড.শফিকুল ইসলাম মাসুদের এই উদারতা ও মানবিকতায় মুগ্ধ হয়েছেন। ধর্ম-মতের উর্ধে গিয়ে মনুষত্বের বিচারে তাদের পরিবারের এই দুঃসময়ে ড.মাসুদের এই ভূমিকা তারা সারাজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন।