বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী তারণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।



চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় যশোর জেলা ও চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লক্ষাধিক জনসাধারণের উপস্থিততে জনসভা মহাসমাবেশে রূপ নেয়।
