বাউফলে ১০ দলীয় মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় জনসমুদ্র: পরিবর্তনের অঙ্গীকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাউফলের উপজেলা থেকে শুরু করে কাগুজীপুল এলাকায় শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমর্থকদের হাতে ছিল জোটের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন। মিছিলে অংশগ্রহণকারীরা “বাউফলের মাটি ও মানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ” এবং “সুশাসন ও ইনসাফ কায়েমের” পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক পথসভায় ড. শফিকুল ইসলাম মাসুদ জনগণের উদ্দেশ্যে বলেন, ”বাউফলের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃত উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, বরং বাউফলকে একটি ইনসাফ কায়েমকারী মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।”
এডমিন পোস্ট
