United Nations International Children’s Emergency Fund (UNICEF) ইউনিসেফ কর্তৃক সোমবার (০১ ডিসেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘শিশু অধিকার ইশতেহার’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তারুণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিশুদের জরুরি সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ গঠিত হয়। পরবর্তীতে ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও, ইউনিসেফ জরুরি পরিস্থিতিতে শিশুদের ত্রাণ সহায়তা প্রদান এবং পরিবেশগত সমস্যা মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “A BETTER BANGLADESH FOR EVERY CHILD” (প্রত্যেক শিশুর জন্য একটি উন্নত বাংলাদেশ) প্রতিপাদ্যে ‘শিশু অধিকার ইশতেহার’ একটি সময়োপযোগী কর্মসূচি। এমন কর্মসূচি বাস্তবায়নে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
