*ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পুর্বের শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত*
১১ই মার্চ শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগরী পূর্ব শাখার ভারপ্রাপ্ত সভাপতি অহিদুল ইসলাম আকিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগরীর সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনকে আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে ময়দানে ভুমিকা পালন করতে হবে। তিনি হাদীস উল্লেখ করে বলেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জীবন সবসময়ই বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবে তাই মুমিনদেরকে কখনো হতাশ হওয়া যাবে না। আমরা যদি এদেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের নিজেদেরকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। শহীদ দিবসের মূল প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজ গঠনের প্রচেষ্টা চালাতে হবে।