স্বৈরাচারবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ পটুয়াখালীর বাউফলের কিশোর তাহসিনের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। তাহসিনের শরীরের নিচের অংশ প্রায় প্যারালাইজড হয়ে গেছে, এতে তার হাঁটতে পারা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শুরু থেকেই তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। গতকাল সোমবার তিনি সাভারের সিআরপিতে চিকিৎসাধীন তাহসিনকে দেখতে যান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও চেষ্টা চলছে।