নামাজ, রোজার মতই দ্বীন কায়েম করা আল্লাহর ফরজ বিধান। এই বিধান পালন হবে ইসলামের পক্ষে ভোট দেওয়ার মাধ্যম। ফলে স্পষ্ট প্রতীয়মাণ ইসলামের পক্ষে ভোট দেওয়া ফরজ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে দ্বীন কায়েম সম্ভব নয়। তাই তাফসীর কারকদের উচিত আল্লাহর এই বিধান কায়েমের জন্য মানুষদের আল্লাহর নির্দেশ সম্পর্কে জানানো। যে নেতা পরকালের জীবনে সাফল্যের কথা বলে না, সেই নেতা দ্বারা কল্যাণ আসবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু দুনিয়ার কথা বলে না, জামায়াতে ইসলামী পরকালীন জীবনের কথাও মানুষকে স্মরণ করায়।
জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। এই চার দফা কর্মসূচি একজন মানুষের দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালীন জীবনও কল্যাণময় করে তুলবে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে আদাবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিয়ে বাউফল বাসীকে ফরজ বিধান পালনের আহ্বান জানান।
আদাবাড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান, বাউফল উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়েখ জামাল উদ্দিন।