১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ ঢাকা রিসোর্টে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর *প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম*।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালীর কৃতি সন্তান *ড. শফিকুল ইসলাম মাসুদ*। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, এগরিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. এ. টি. এম মাহবুব ই ইলাহি(তাওহিদ), এগরিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ। সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো: এনায়েত উল্লাহ খান ইউসুফজী।