আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সকাল ১০টায় বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর থেকে শুরু হয়ে বাউফল উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো: রেদোয়ান উল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহমুদুল হাসান।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক জনাব মু. মশিউর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মোঃ ইসহাক মিয়া, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা অধ্যক্ষ আবদুদ দাইয়ান, মাওলানা মোহাম্মাদুল্লাহ, এটিএম নজরুল ইসলামসহ আরও অনেকে।
র্যালি ও সমাবেশে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।