আজ ১৯ নভেম্বর বাউফল উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নে এক ঐতিহাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষক, আলেম-ওলামা, মুসল্লি, ভিন্ন ধর্মাবলম্বী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই সভা মুখর ছিল। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন মানুষের প্রিয় নেতা, জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর তেজস্বী ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে নতুন আশার সঞ্চার করে।

তিনি জোর দিয়ে বলেন, “যারা আল্লাহর হক আদায় করে না, তারা কখনোই মানুষের হক আদায় করতে পারে না। তারাই চাঁদাবাজি করে, তারাই সন্ত্রাস করে, তারাই দুর্নীতি করে এবং তারাই মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি প্রত্যয় ব্যক্ত করেন, “আগামী দিনে যদি ইসলামকে, ভালো মানুষকে ভোট দিয়ে দেশের নেতৃত্বে সমর্পিত করা হয়, তাহলে বাংলাদেশ মাদকমুক্ত, ধর্ষণমুক্ত ও মুক্ত বাংলাদেশ পাবে।”

তিনি ঘোষণা করেন, “আমাদের মা-বোনদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখা হবে। তাদের সকল অগ্রযাত্রায়, তাদের সকল সম্ভাবনায় রাষ্ট্রীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে।”
উন্নয়ন ও আধুনিকায়ন: জনগণের দুর্ভোগ নির্মূলে রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ সামাজিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষ তিনি বলেন, “যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আমরা যদি তাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি, তাহলে জনগণের অধিকারগুলো তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ।”

ড. শফিকুল ইসলাম মাসুদ-এর এই বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এক গভীর রেখাপাত করেছে। উপস্থিত জনতা তাদের প্রিয় নেতার কথায় অনুপ্রাণিত হয়ে আগামী দিনের পরিবর্তনের পক্ষে একাত্মতা প্রকাশ করে।
ইনশাআল্লাহ, তাকওয়াবান ও সৎ নেতৃত্বই পারে একটি উন্নত, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে!
