বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাকে আইসিইউতে (ICU) নেয়া হয়েছে। বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখা।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের গণমানুষের প্রিয় নেতা, জননেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন:
”বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। বাংলাদেশের সংকটময় মুহূর্তে তিনি তার নীতি-আদর্শের ওপর অটুট ছিলেন।”

”বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছেন।”
”তাঁর মতো নেত্রীর বাংলাদেশের জন্য আরো অনেক কিছু দেয়ার বাকি।
ডঃ শফিকুল ইসলাম মাসুদ তাঁর ছোটবেলার একটি বিশেষ স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় জাতীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হামদ, নাত, বক্তৃতা ও তেলাওয়াত প্রতিযোগিতায় তিনি বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলেন।

পুরস্কার প্রদানকালে বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন
”তোমাকে বহুদূর যেতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে।”
তিনি এই স্মৃতিচারণ করে বেগম জিয়া প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জনাব রাকিবুল ইসলাম নূর।
সভাপতিত্ব করেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা লিমন হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউফল উপজেলা সাবেক আমির মাওলানা আব্দুল গণি।
আসুন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।
