জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোটসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশ মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে অনুষ্ঠিত হয়। দুপুর ২ ঘটিকায় সমাবেশ শুরুর আগে সকাল থেকেই সমাবেশস্থলে জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলস্ পার্ক ময়দান জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও আট দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী (পটুয়াখালী–২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) তারুণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ সমাবেশে যোগদান করে তার বক্তব্যে বলেন, আজকের সমাবেশে জনসাধারণের উপস্থিতি দেখে এটিকে রাজনৈতিক দলের সমাবেশের পরিবর্তে বলা যায় গণমানুষের দাবি আদায়ের গণসমাবেশ। এই সমাবেশ কেবল জামায়াতে ইসলামীর কিংবা সমমনা আট দলের একক কোনো কর্মসূচি নয়; এটি আগামীর বাংলাদেশের ভিত্তি স্থাপনের সমাবেশ। এই সমাবেশ গণমানুষের ৫ দফা দাবি আদায়ের সমাবেশ।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে পূর্ণ সমর্থন জানিয়েছে। তার পরবর্তীতে রাষ্ট্রপতি জুলাই সনদের আদেশ জারি করেছেন। এরপর জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে যারা আপত্তি জানাচ্ছে, তারা মূলত নিজেরা নিজেদেরকেই বিশ্বাস করে না। যারা আপত্তি করছে, তারা তো জুলাই সনদে স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেছে। গণভোট নির্বাচনের আগে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে সমাবেশে অংশগ্রহণের জন্য বাউফলের জনগণের যাতায়াতের সুবিধার্থে দুটি লঞ্চ ভাড়া করা হয়। এতে স্থানীয়রা নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ লাভ করে।
