বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ আজ শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বস্তিভিত্তিক স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসাইন আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী ও মহানগরী মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান প্রমূখ নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ ঈদ উপহার বিতরণকালে বলেন, প্রিয় নবী সা. একদল যোগ্য লোক তৈরী করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও একইভাবে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাসুল সা. এর আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চাই। যাদের দ্বারা দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে।
তিনি আরও বলেন, আমরা সমাজের বঞ্চিত ও অসহায় শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী উপহার প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একই সাথে তাদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্যও আমরা আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।