বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি)-র ‘জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল উপজেলার গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য আলেমেদ্বীন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী। শনিবার দিবাগত রাতে জুম ও ফেইসবুক অনলাইনে সরাসরি অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ ডিআইজি (অব:) আনোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তারেক মনোয়ার, ছারছীনা দরবার শরীফের ছোট পীর সাহেব হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পটুয়াখালী জেলার সমাজসেবক ও সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম, বাউফল সালেহিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল গণি, ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জামাল উদ্দিন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বিন সাঈদী, পিরোজপুর জেলার ইন্দুরকানি’র সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, বাউফল উন্নয়ন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক খালিদুর রহমান, বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সংগঠক মাওলানা রফিকুল ইসলাম। বাউফল উন্নয়ন ফোরামের সমন্বয়ক মুন্তাসির মুজাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফোরামের জেলা ও শহর ছাত্র উপদেষ্টাবৃন্দ সহ বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী সাহেব বলেন, সাঈদী (রাহি)-র মতো একজন কুরআনের মুখপাত্রকে আমরা হারিয়েছি। আল্লামা সাঈদী (রাহি) এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন পূরণে বাউফলবাসী আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আজকে দোয়া করি মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উত্তম স্থান দান করেন। আমাদের নতুন প্রজন্মের কাছে আবেদন রেখে যায়, আল কুরআনুল কারীম নিয়ে তিনি ছিলেন খ্যাত। তিনি কুরআনের ব্যাখ্যাতা হিসেবে সুপরিচিত ছিলেন। কাজেই আমরা যেন সেই আল কুরআনের পথেই থাকি। কারণ কেয়ামত পর্যন্ত মহান আল্লাহ তা’য়ালা তার কুরআনকে মানুষের হেদায়াতের জন্য, মানবতার কল্যাণের জন্য সমুন্নত রাখবেন। আমরা যেন এই কুরআনের পথের পথিক থাকি। এটাই ছিল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি)-র দেখানো পথ ও মূল কথা। মানুষের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই আল কুরআনেই। আমরা সেখান থেকেই গবেষণা করে সকল কিছু খোঁজার চেষ্টা করি। সাঈদী (রাহি)-কে হারানোর যন্ত্রণা আমরা ভুলতে পারি না। এজন্যই আমরা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি)-র জন্য প্রাণভরে দোয়া করি। তার বাবা-মা, পরিবার, সন্তান সবার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আবেদন করছি।
মাওলানা তারেক মনোয়ার বলেন, সারা পৃথিবীর মাঝে সাঈদী (রাহি) একজন শ্রদ্ধার পাত্র ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদিদের সাথে থাকো। প্রিয় বাউফলবাসী আপনারা জানেন আসলে কারা সত্যবাদি। রাসূল (সা) বলেছেন, যারা কুরআন থেকে কথা বলে তারাই সত্যবাদি। যারা কুরআনের বিধান দিয়ে বিচার কাজ ফায়সালা করে তারাই হকের পথে রয়েছে। আল্লাহর কুরআনের বিধানের বাহিরে যতগুলো মত, পথ, দল গোষ্ঠী আছে সবগুলোই ভ্রান্ত। সুতরাং আমাদেরকে কুরআনের পথে ফিরে আসতে হবে।
শামীম বিন সাঈদী বলেন, আল্লামা সাঈদী আমাদের পিতা কিন্তু তিনি গোটা বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন। পবিত্র কুরআনের দাওয়াত তিনি গোটা বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে পৌঁছিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জের মানুষের কাছে সাঈদী ছিলেন একটি ভালোবাসার নাম। হাজারো বাঁধা মড়িয়ে তিনি সবখানে কুরআনের আহ্বান পৌঁছাতেন। তিনি আপনাদের পটুয়াখালী বাউফল নিয়ে স্বপ্ন দেখতেন। সেখানে কুরআনের সমাজ বিনির্মাণের কথা ব্যক্ত করতেন।
পুলিশ ডিআইজি (অব:) আনোয়ার হোসেন বলেন, সাঈদী সাহেবের সকল ভালো কাজ গুলো মহান আল্লাহ কবুল করুন। তার স্বপ্নের আলোকে আমাদের প্রিয় বাউফলে একটা সৎ নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। শুধু বাউফল উপজেলা নয় আজকে সারা বাংলাদেশেই সৎ নেতৃত্ব প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ তা’য়াল শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি)-কে এক বিশেষ গুণে গুণান্বিত করেছিলেন। তার সবচেয়ে বড় গুণ ছিলো তিনি সাংগঠনিক জীবনে নিজেকে সম্পৃক্ত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেন। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তিনি নিজিকে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আন্দোলনের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করতে তিনি ব্যাকুল থাকতেন। আমাদের এই প্রিয় কাফেলা প্রিয় ব্যক্তি সাঈদী (রাহি) কত সুন্দর তাফসির পেশ করতেন, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কুরআনকে কুরআনের ভাষায় প্রাঞ্জল করে মানুষের সামনে তিনি তুলে ধরতেন। আমাদের প্রিয় বাউফল নিয়ে তিনি আশা ব্যক্ত করতেন। আমরা তার সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তাই বাউফল উপজেলাসহ পুরো বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা আজ অঙ্গিকারাবদ্ধ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল গণি সাহেব।