জামায়াতে ইসলামী মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুর ইসলাম মাসুদ বলেন, মানবিক রাষ্ট্র গঠনের জন্য প্রথমে মানবিক মানুষ তৈরি করতে হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষ তৈরির কাজ করছে। সেজন্যই জামায়াতে ইসলামীতে রয়েছে অসংখ্য নৈতিক ও মানবিক নেতৃত্ব। নৈতিকতার অভাবে মানুষ অপকর্মে লিপ্ত হয়। ফলে সমাজে অশান্তি বিরাজ করে। যার কারণেই আজ শিশু-কিশোরী বয়োবৃদ্ধ নারী ধর্ষনের শিকার হচ্ছে। ছাত্র লীগ নেতা ধর্ষনের সেঞ্চুরী করে মিষ্টি বিতরণ করার পরও আওয়ামী লীগ সরকারে থেকে সেই বিচার না করার কারণে সারাদেশে ধর্ষনের মত ব্যাধি ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ধর্ষনের বিচার না করে তারা ধর্ষন সমর্থন করে তারই দৃষ্টান্ত স্থাপন করেছে।


রবিবার (১৬ মার্চ ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তে বাউফল ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ছাত্র-জনতা উই ওয়ান্ট জাস্টিস (ন্যায় বিচার প্রতিষ্ঠার) দাবিতে জীবন ও রক্ত দিয়েছে। তাদের জীবন ও রক্তের ঋণ শোধ করতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিগত ৫৪ বছরে মানুষের তৈরি আইনে বাংলাদেশ পরিচালিত হওয়ায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, বৈষম্য দূর হয়নি। বরং বৈষম্য সৃষ্টি করে ক্ষমতাসীনরা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, বিদেশে অর্থ পাচারে লিপ্ত ছিল। স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় কোন অপরাধীর বিচার করেনি। এতে স্পষ্ট মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না।


ড. মাসুদ উপস্থিত বাউফল বাসীর উদ্দেশ্যে বলেন, বিগত সময় বাউফল ছিল এক নেতা, এক দলের মুষ্ঠীতে। কারণ মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। আগামীতেও মানুষের তৈরি আইনের পক্ষে ভোট দিলে, জনগণ এক নেতা, এক দলের মুষ্ঠীতে বন্দী থাকতে হবে। তারা জনগণকে শোষন করবে আওয়ামী লীগের চেয়েও ভংকরভাবে। যার দৃশ্য ইতোমধ্যে সারাদেশে দেখা যাচ্ছে। তাই নতুন বাংলাদেশ কুরআনের আইনে পরিচালিত হলে মানুষ তার অধিকার ও মর্যাদা লাভ করবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ‘কাঙ্খিত বাউফল, প্রত্যাশিত নেতৃত্ব’- স্লোগানে বাউফলের প্রতিটি মানুষ এলাকার উন্নয়নে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখবে, রাখতে পারবে। রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহন করবে বাউফলের সাড়ে ৪ লাখ জনসাধারন। কোন একক নেতৃত্ব বাউফলে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলেও হুশিয়ারী দেন ড. শফিকুল ইসলাম মাসুদ।


নুরে মোহাম্মদীয় (স.) হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ লোকমান হাকীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুফাসসিরে কুরআন মাওলানা শায়খ জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাউফ