আজ ২৯/১২/২৫ তারিখ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জননেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাউফলের উন্নয়ন ও আগামীর বাংলাদেশ নিয়ে নিজের কথা তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের মূলভিত্তি ও জুলাই বিপ্লবের মেলবন্ধন নিয়ে বাউফল গড়ার কথা বলেন- “আমাদের লড়াই একটি বৈষম্যহীন সমাজ গড়ার। আমরা মুক্তিযুদ্ধের মূল ভিত্তি— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”
তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক জুলাই গণ-আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আকাঙ্ক্ষিত সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাউফল থেকেই শুরু হবে।
এ সময় তার সাথে ছিলেন জুলাই আন্দোলনে ৭জন শহীদ পরিবারের সদস্যগণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার নেতৃত্ব বৃন্দ।
