পটুয়াখালী-২ (বাউফল) আসনের আগামীর বাউফল গড়ার স্বপ্নদ্রষ্টা, কপাল ও মাটির প্রিয় নেতা, জননেতা ডা. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগ শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এক ‘গণজোয়ারে’ পরিণত হয়। এলাকার শত শত উৎফুল্ল জনতা স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশগ্রহণ করেন।

ডা. মাসুদ মমিনপুর বাজারে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আগামীর বাউফলকে ন্যায় ও ইনসাফের আলোকে ঢেলে সাজানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত শত শত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডা. মাসুদ বলেন, “আগামীর বাউফলকে ন্যায় ও ইনসাফের আলোকে ঢেলে সাজাতে হলে, রাশেদার সেই সমাজ পেতে হলে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করে, তাদেরকে সংসদে পাঠিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে।”

তিনি জনগণের প্রতি একজন দক্ষ, শিক্ষিত, উন্নত চরিত্রের অধিকারী, মানবিক, জনদরদী, এবং শ্রমিক বান্ধব মানুষকে ক্ষমতার মসনদে বসানোর আহ্বান জানান।

আর ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আর তাদেরকে যারা সন্ত্রাস করে, দুর্নীতি করে, মানুষের অধিকার হরণ করে, যারা মা-বোনদেরকে সম্মান দিতে জানে না, যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করার ভূমিকায় ছিল, অবশ্যই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।”
জননেতা ডা. শফিকুল ইসলাম মাসুদের এই আহ্বানে মমিনপুর বাজারে উপস্থিত শত শত জনতা বিপুল সমর্থন ও করতালির মাধ্যমে সাড়া দেন। এই গণসংযোগের মাধ্যমে বাউফলজুড়ে পরিবর্তনের পক্ষে এক নতুন বার্তা ছড়িয়ে পড়লো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আর কোনো নির্দিষ্ট তথ্য বা বক্তব্য এই নিউজে যুক্ত করতে চান, নাকি অন্য কোনো বিষয়ে জানতে চান?
