পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ পদপ্রার্থী, গণমানুষের জননেতা জনাব ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক) সাহেব আজ বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সাথে এক বিশাল মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।

তার আহ্বানে সাড়া দিয়ে কত শত মানুষ সমবেত হয়েছেন। নেতা-জনতার এই বাঁধভাঙা মিলনমেলা প্রমাণ করে, পরিবর্তনের জন্য বাউফলবাসী কতটা উদগ্রীব।
জননেতা ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ জনগণের সুখ-দুঃখের কথা শুনেছেন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাউফল গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন,

”আমরা আপনাদের সাথে নিয়ে বাউফলকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সকলের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।”
আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রেরণা! ইনশাআল্লাহ, আপনাদের মূল্যবান আমানত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রদান করে একটি জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হোন।
আপনার একটি ভোট, বাউফলের উন্নয়নের সোপান!
এডমিন পোস্ট
