পটুয়াখালীর বাউফল উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নস্থ ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪/৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উক্ত ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন মাটি ও মানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

দুঃখজনক বিষয়: স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে এই অঘটন ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বিপদে মানুষের পাশে থাকাই প্রকৃত রাজনীতি। আসুন, আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই।
