ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ধুলিয়া ইউনিয়নে নতুন অফিসের যাত্রা শুরু হলো।

ধুলিয়া ইউনিয়নের ভ্যারনতলা বাজারের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাউফলের গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধনকালে ড. মাসুদ এলাকার মানুষের পাশে থেকে ইনসাফ ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনে কর্মীদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। এই অফিসটি এখন থেকে ধুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী এবং দাওয়াতের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
