ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শুক্রবার পল্টন-শাহবাগ জোনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়াও উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য অত্র জোনের থানা আমীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।