বাংলাদেশ নতুন এক সংকটের মুখোমুখি এই সংকট থেকে উত্তোলনের জন্য ঐক্যের কোন বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তিনি ফ্যাসিবাদ আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে যেভাবে সাংবাদিক সমাজ ভূমিকা রেখেছে একই ভাবে আগামীতেও ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


রবিবার (২৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানিয়েছেন।


বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জহিরুল আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা মহানগরীর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির উপদেষ্টা যথাক্রমে এনায়েত উল্লাহ ও জাহিদ হাসান, বিএনপি নেত্রী শিরিন আক্তার, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক নাসির আল মামুন, সদস্য সচিব মাছুম মিজান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকাস্থ বরিশাল বিভাগের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।