বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় তিনি বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ চরম ভাবে বিপর্যস্থ। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আজ বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হচ্ছে। সুতরাং প্রাকৃতিক জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে সকলকে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপন অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, খিলগাঁও পূর্ব থানা আমীর মোহাম্মদ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি ইলিয়াছ মৃধা, খিলগাঁও পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মাওঃ দেলোয়ার হোসেন সাইদী, জামায়াত নেতা আবুল হাশেম, গোলাম জিলানী বেলাল প্রমুখ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “গাছ লাগান, দেশ বাচান”। ‘গাছে গাছে দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পতিত সব স্থানে বৃক্ষরোপন কর্মসূচি অব্যহত রেখেছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে সবাইকে গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও নিশ্চিত করবে’।