নাগরিক কোয়ালিশনের আয়োজনে আজ ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


উল্লেখ্য, গোলটেবিল বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।