বাউফল উপজেলার প্রবেশদ্বার, ঐতিহ্যবাহী ৭নং বগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সন্ন্যাসিকান্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মনোজ্ঞ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের জন-মানুষের প্রিয় নেতা, জননেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের বগা ইউনিয়নের ১নং ওয়ার্ড বাউফল উপজেলার শুরুর স্থান এবং এটি একদম প্রান্তিক এলাকা। এই এলাকার মানুষেরা শিক্ষায়, চিকিৎসায়, অবকাঠামোতে এবং সরকারি প্রণোদনা ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অসুবিধায় থাকেন।
তিনি প্রতিশ্রুতি দেন, “যদি আমরা আপনাদের পাশে থাকার সুযোগ পাই, ইনশাআল্লাহ বাউফল উপজেলার শুরুর স্থান বগা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকেই বাউফলের উন্নয়ন শুরু হবে।”
তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সমৃদ্ধ ও সুখী বাউফল বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

মডেল বাউফল গড়ার স্বপ্ন:
সহনশীল ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে মুসলিমদের যদি মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, মন্দিরকেও পাহারা দিতে হবে না। আমরা সহনশীল, ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি মডেল বাউফল বাংলাদেশকে উপহার দিতে চাই।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণকে নির্ভয়ে জীবন যাপনের আহ্বান জানান এবং হুশিয়ারি করে বলেন, “কোনো রক্তচক্ষুকে আমরা পরোয়া করবো না।

যারা উপস্থিত ছিলেন:
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা ইসহাক মিয়া, বগা ইউনিয়ন সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রেজাউল করিম, ইসলামী ছাত্র শিবিরের বাউফল উপজেলার সভাপতি লিমন হোসেন সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সহনশীল ও উন্নত বাউফল গড়ি!
