বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ আজ ১১ মে ২০২১ মঙ্গলবার রাজধানীর কদমতলী জুরাইন রেলগেট বস্তি এলাকায় অবহেলিত শতাধিক পথ শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন। এছাড়াও রাজধানীর শাহজাহানপুর এলাকায় হিন্দু বৌদ্ধ সহ ভিন্নধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কদমতলী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত রাজধানীর কদমতলী জুরাইন রেলগেট বস্তি এলাকায় স্কুল ছাত্র, পথ শিশু ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। কদমতলী পশ্চিম থানা সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহিন আহমদ খান, কদমতলী পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ কবিরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডি এম শাহজান, ডাঃ আবুল হাশেম প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে নগরীর শাহজাহানপুর থানা জামায়াতের উদ্যোগে রাজধানীর শাহজাহানপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝেও তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও শাহজাহানপুর থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সরোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য নাহিদ জামাল, ওয়ার্ড সভাপতি এস এম আজিম উদ্দিন ও আলমগীর হোসেন প্রমুখ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগী করা প্রিয় নবী সা. এর একান্ত সুন্নাহ। আমরা একজন মুসলিম হিসেবে পারস্পরিক ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আজকের ছোট্ট শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যত। শিশুদেরকে যোগ্যতম ও নৈতিকভাবে গড়ে তুলতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। দেশের সমৃদ্ধির জন্য, তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একজন মুসলিম হিসেবে দুনিয়াতেও যেমন ঈদ আনন্দ পালনের সুযোগ করে দিয়েছেন, ঠিক তেমনি পরাকালীন মুক্তি নিশ্চিত ও জান্নাত পাওয়ার মাধ্যমে আমরা যেন মূল আনন্দ উপভোগ করতে পারি সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আমরা দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি এই কল্যাণমূলক কাজে দেশের সকল জনগণকে শামিল হওয়ার উদাত্ত আহবান জানান।
শাহজাহানপুরে ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে ড. মাসুদ ইসলামের মানবিকতার দিক গুলো তুলে ধরে বলেন, ইসলামের নির্ধারিত রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে সকল ধর্মের মানুষ তাদের নাগরিক সুযোগ সুবিধা সহ সুখে-শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। তাদের ন্যায্য অধিকার সু-নিশ্চিত হবে। তিনি দেশের প্রত্যেক নাগরিককে সেই ভারসাম্য পূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা পালনের আহবান জানান।