পটুয়াখালীর বাউফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বাংলাবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দিয়ে দলে স্বাগত জানান।

এ সময় বাউফল উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন মুন্সীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াত সব সময় আপসহীন ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
