ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বাংলাদেশ মেডিকেল কলেজ শাখার উদ্যোগে পোস্ট-গ্রাজুয়েট ডক্টরদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার (০৬ মে) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মো. আতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


বাংলাদেশ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সদ্য পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকগণ, নবীন শিক্ষার্থী এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সমাজের মানুষের কল্যাণে চিকিৎসকদের মানবিকতা, আন্তরিকতা ও উদারতার পরিচয় দিতে হবে। শুধু পেশাগত সাফল্য নয়, বরং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যদি কোনো চিকিৎসক নিজেকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করতে পারেন, তবে তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হবেন। এজন্য তিনি সদ্য পোস্ট-গ্রাজুয়েট চিকিৎসকদের পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।”