১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব-ক্রীড়া ও স্বেচ্ছাসেবক বিভাগের জোন ও থানা দায়িত্বশীল সমাবেশ সোমবার (৩০ জুন) রাতে মহানগরীর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।


কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।


কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমদ খান, মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ, ওয়ারী পূর্ব থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ, যুব নেতা আব্দুল কাদের এবং বিভিন্ন থানার আমীর, সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।