বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বুধবার (৯ জুলাই) রাতে আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর হলরুমে পল্টন থানা আমির ও মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মুগদা থানা আমির মতিউর রহমান, কদমতলী থানা আমির আব্দুর রহিম জীবন, মুগদা পূর্ব থানা আমির মো. ইসহাক, মতিঝিল উত্তর থানা আমির শামছুল বারি, বংশাল থানা আমির মাহবুবুর রহমান এবং সমাজকল্যাণ ট্রেইনার যথাক্রমে ইকবাল হুসাইন, আল্লামা ইকবাল, বায়েজিদ হাসান, গাজী মাহফুজ বুলবুল, কেফায়েত উল্লাহ ও আব্দুল মুনিম খান প্রমুখ।