বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “লকডাউন এখন লকওপেন, দেশ এখন থেকে আপ হবে, ডাউন না।” তিনি আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাউফল পৌরসভার কাগজিরপুল বাস স্ট্যান্ড এবং বাজারে গণসংযোগ শেষে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন।


ড. মাসুদ তার বক্তব্যে পলাতক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়া বসে দেশে বাসে আগুন দিচ্ছে না, তার কপালে আগুন দিচ্ছে। গণহত্যাকারী হাসিনা শুধু দেশ, জাতি ও ইসলামের নয়, সে আওয়ামী লীগেরও শত্রু।”
তিনি অভিযোগ করেন, “সে আওয়ামী লীগকে ইয়াতিম করে পরিবার আর সুটকেস নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আর এখন পলাতক হাসিনা তার মামু বাড়ি আরাম আয়েশে থেকে তার রেখে যাওয়া ইয়াতিম লীগকে আগুন সন্ত্রাসে লেলিয়ে দিয়ে জনতার ধোলাই খাওয়ার ব্যবস্থা করেছে।”

ড. মাসুদ আরও বলেন, “তার একবার নয়, বারবার ফাঁসির যন্ত্রণা ভোগ করা উচিত। তাই আওয়ামী লীগেরও উচিত তার ফাঁসির দাবি কার্যকরের আওয়াজ তোলা।”
“আমরা ফ্যাসিবাদ জুলাই বিপ্লবে রোধ করেছি। আর কোনো ফ্যাসিবাদের জায়গা এদেশে এবং বাউফলে হবে না।”
তিনি চাঁদা মুক্ত বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা চাঁদা মুক্ত বাউফল গড়তে চাই। কেউ যদি বাস স্ট্যান্ড থেকে চাঁদা নিতে চায়, তাকে ভিক্ষা দিয়ে বিদায় দিতে বলেন।”

বাউফলের জনগণের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বাউফলে যারা ঐক্যবদ্ধ হতে পারেনি, তারা বাউফলকে কীভাবে ঐক্যবদ্ধ করবে? আমরা হারলেও বাউফলবাসীর সাথে আছি এবং জিতলেও আছি।”
সকলে মিলে বাউফল কে উন্নত করার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।
