আজ সন্ধ্যায় বাউফল উপজেলার বগা ইউনিয়নের ২ নং ওয়ার্ড চাবুয়া গ্রামে এক বিশাল উঠান বৈঠক জনসভায় পরিণত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের মাটি ও মানুষের প্রিয় নেতা, জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ইসলাম ছাড়া শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবে না। যদি ইসলাম আসে, তাহলেই কেবল শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের স্লোগান হবে— আমরা ইসলাম নিব, শান্তি পাবো!”

তিনি আরও বলেন, মানুষের আইন দিয়ে কখনো সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে যেভাবে সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি আমরা কোরআন দিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করে একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”


তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করেছে, তারা স্বৈরাচার উপাধি পেয়েছে এবং বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তিনি বলেন, এবার মাদকমুক্ত, সুদ-ঘুষমুক্ত, চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে আপনাদের সমর্থন দিয়ে জয়যুক্ত করতে হবে।
”জমিন যার, আইন চলবে তার। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর।” এই দাওয়াত বাস্তবায়ন করা গেলে ওমর (রা.) এর মত নেতার পিছনে জনগণকে ঘুরতে হবে না, বরং জনগণের পিছনে এমপি ঘুরবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের উন্নয়নে তাঁর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন:
স্বাস্থ্য: বাউফল উপজেলায় বিদ্যমান ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
যোগাযোগ: প্রান্তিক জনপথের চলাচলের রাস্তাগুলোকে উপযোগী করে তোলা হবে।
শিক্ষা: স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।
কৃষি: কৃষকদের সমস্ত কৃষি সামগ্রীগুলো তাদের হাতে পৌঁছে দেয়ার ব্যাপারে তিনি বদ্ধপরিকর।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি বাউফলকে শুধু বাংলাদেশের বুকে নয়, বরং পৃথিবীর বুকে একটি মডেল উপজেলা হিসেবে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবেন।
আসুন, শান্তি ও সমৃদ্ধির পথে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হই!
