ননএমপিও শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে সর্বদলীয় রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে করণীয় শীর্ষক পরামর্শমূলক মতবিনিময় করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে সচিবালয়ের সামনে ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থাপনায় উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সহসম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, মাদ্রাসা শিক্ষা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি এবিএম জাকারিয়া, জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম, এনসিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. মেসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।
