বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ১৯ মার্চ রাজধানীর সবুজবাগে ফ্রী সুন্নাতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সুন্নতে খাৎনা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোঃ রওশন জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান, সবুজবাগ দক্ষিণ থানার নায়েবে আমীর কামরুল হাসান রিপন, থানা কর্মপরিষদ সদস্য নাছির উদ্দীন মজুমদার, ফায়জুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর দেখানো পদ্ধতিতে সুন্নাতে খাতনা করার মধ্যে দিয়ে যেমন ব্যক্তির কল্যাণ সাধন হয় তেমনি রাসূলুল্লাহ (সাঃ) এর পুরো জীবন পদ্ধতি আমাদের ব্যাক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে সমাজে পুরোপুরি শান্তি আসবে এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। যখন একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করা সম্ভব হবে তখনই আমাদের অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে। আর এক্ষেত্রে রাসূলুল্লাহ (সাঃ) এর দেখানো পদ্ধতিতেই রয়েছে একমাত্র সমাধান।