হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) কর্তৃক আয়োজিত পুনর্বাসন সংক্রান্ত স্টেকহোল্ডারদের পরামর্শ কর্মশালায় ‘নিরাময়, ন্যায়বিচার এবং প্রতিরোধ’- বিষয়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।




শনিবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় ডেনমার্ক থেকে আগত স্বাস্থ্য বিষয়ক, আইন বিষয়ক ও মানবাধিকার বিষয়ক ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।